চীনের ৯০ কোটি মানুষ কোভিডে আক্রান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশটির মোট জনগোষ্ঠীর ৬৪ শতাংশ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।
সবচেয়ে বেশি গানসু প্রদেশে ৯১ শতাংশ আক্রান্ত হয়েছেন। ৮৪ শতাংশ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে ইউনান। এ ছাড়া ৮০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিংহাই প্রদেশ।
চলতি বছর চীনের গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা। আগামী ২৩ জানুয়ারি চীনে লুনার নিউ ইয়ার বা চন্দ্রবর্ষ উদযাপন। এ অবস্থায় করোনার সংক্রমণ যেন না বাড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
দেশটিতে করোনার বিস্তার দুই থেকে তিন মাস পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে চীনা সিডিসির সাবেক প্রধান।
এএইচ