ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৩ ১৪৩১

চার ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

প্রতিদিনই ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। আজও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে ঘন কুয়াশায় নদীতে থাকা মার্কিং চিহ্ন দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৌলতিয়া-পাটুরিয়া নৌরুটের মহাসড়কে যাত্রীবাহি বাস, পণ্যবাহি ট্রাক, কাভার্ডভ্যান, ছোট মাইক্রোবাস, প্রাইভেটকার সহ কয়েকশ’ যানবাহন আটকা পড়ে মহাসড়কে। 

দীর্ঘ সময় ফেরিঘাট এলাকায় ঠাণ্ডা ও কুয়াশায় আটকে থেকে দুর্ভোগে পড়েন এ পথের যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার কারণে প্রতিদিনের মত আজও ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৬টা থেকে দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে সকাল ১০টায় কুয়াশা কমে গেলে ফেরি সার্ভিস চালু করা হয়।

এসময় ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় মহাসড়কে সিরিয়ালে আটকা পড়ে। তবে ফেরি চলাচল অব্যাহত থাকলে যানবাহন পারাপারে সমস্যা হবে না বলে জানান এই কর্মকর্তা।

এএইচ