ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

‘৪১ সালের মধ্যে সাড়ে ৩ কোটি কৃষক স্মার্ট হয়ে গড়ে উঠবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশের সাড়ে ৩ কোটি কৃষক স্মার্ট হয়ে গড়ে উঠবে। এই লক্ষ্যে দেশের ৫০টি গ্রামে ২০ হাজার কৃষককে নিয়ে পাইলট কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী শনিবার নাটোরের সিংড়া উপজেলা হলরুমে কৃষক সমাবেশে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণকালে একথা বলেন। অনুষ্ঠানে ১০০ কৃষককে তাদের বাড়ির আঙ্গিনায় দেড় শতক জমি আবাদে ১২ প্রকার সব্জি বীজ, সাত প্রকার ফলের চারা, ৩৫ কেজি করে রাসায়নিক ও জৈব সার, সেচের জন্যে ঝাঁঝড়ি এবং নেট প্রদান করা হয়। এছাড়া বোরো ধানের প্রদর্শনীর জন্যে ১০০ কৃষককে সার প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিতের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের ‘স্মার্ট বাংলাদেশ’ এর রুপকল্প প্রদান করেছেন। এই লক্ষ্যে দেশের সকল জনগোষ্ঠি স্মার্ট অর্থাৎ বুদ্ধিদীপ্ত হবে। কৃষকরাও স্মার্ট হবেন। তারা তাদের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করবেন, অল্প খরচে অধিক ফসল ফলাবেন। এই কার্যক্রম বাস্তবায়নে দেশের ৫০টি গ্রামে ২০ হাজার কৃষককে নিয়ে পাইলটিং শুরু করা হয়েছে। তারা যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে সহজভাবে অধিক উৎপাদন করবেন। 

পলক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগাতে চান। এদেশের সোনার মানুষ হচ্ছেন দেশের কৃষকরা। আর আমাদের মাটি হচ্ছে সোনাফলা মাটি। এই দুই শক্তিকে কাজে লাগাতে পারলে যে কোন দুর্যোগ, সংকট বা যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। তবে এজন্যে জননেত্রী শেখ হাসিনার মত দক্ষ নেতৃত্ব থাকতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে হবে।

সূত্র: বাসস

এসবি/