নড়াইলে চলছে সুলতান মেলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে চলছে ১৪দিনব্যাপী সুলতান মেলা।
শীতের কারণে প্রথমদিকে লোকসমাগম কম হলেও মাঝামাঝি সময়ে এসে জমে উঠেছে মেলা। প্রতিদিন বিকেল থেকে শুরু হলেও মূলত সন্ধ্যার পর সরগরম হয়ে ওঠে মেলা।
স্টলে স্টলে জমে উঠেছে বেচাকেনা। নাগরদোলাসহ শিশুদের বিভিন্ন রাইডে ভিড় বেড়ে যায়।
করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিলো সুলতান মেলা। হাজারো প্রাণের মিলনমেলায় আনন্দ-উৎসবে মেতেছেন সব বয়সী মানুষ।
এসবি/