ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আখেরী মোনাজাত, লাখো মুসল্লির স্রোত তুরাগ পাড়ে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আজ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আখেরী মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হবে এবারের  বিশ্ব ইজতেমা প্রথম পর্ব। 

রোববার বেলা ১১টার মধ্যে এই মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশী মাওলানা হাফেজ মো. জোবায়ের। 

ফজরের নামাজের মাধ্যমে শেষ দিনের কর্মসূচি শুরু হয়। এসময় ধর্মপ্রাণ মুসুল্লিরা ইসলামের আমল, আকীদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুরুববীদের বয়ান শুনছেন। 

সকালে বয়ান পেশ করেন মাওলানা রবিউল হক।

আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকেই লাখো লাখো মুসুল্লী মহাসড়কে পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিপুল সংখ্যক নারী মোনাজাতে অংশ নিতে ইজতেমার ময়দানের আশেপাশের মহাসড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। 

আ মোনাজাতে অংশ নিতে আব্দুল্লাপুর চৌরাস্তায় বসে গেছেন মুসুল্লীরা

আখেরী মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

মুসুল্লিদের নির্বিঘ্নে যাতায়াত সুবিধার জন্য ১৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 

আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে জয়দেববেপুর চান্দনা চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের মীরেরবাজার থেকে টঙ্গী ও  আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

এসব সড়কে আখেরী মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আখেরী মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসুল্লিরা জোটবদ্ধ হয়ে ইসলামী দাওয়াতি কাজে বের হবেন।  

এএইচ