ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

ভালুকা সাংস্কৃতিক ফোরামের যুগপূর্তি উৎসব পালিত

ভালুকা  প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার

কেক কাটা, আলোচনা সভা, সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকা সাংস্কৃতিক ফোরামের যুগপূর্তি উৎসব পালন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে স্থানীয় সৃষ্টি শিল্পকলা একাডেমীতে যুগপূর্তি উৎসবের কেক কাটেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।  ৎ

এই উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভালুকা পৌরসভার মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, আসপাডার নির্বাহী পরিচালক লায়ন আব্দুর রসিদ, ভালুকা উপজেলা বাউল সমিতির সভাপতি, হাজী আব্দুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার শামীম, ভালুকা সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি আলী আহসান কবির, সাংবাদিক শাহজাহান মিয়া, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শরীফ খান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলিমা তাসলিম মিলি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি উসমান গনি তুহীন, সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অপরিসীম। মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকার সাংস্কৃতিক অঙ্গন গড়তে হবে, স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন আমাদের প্রিয় সাংস্কৃতিক অঙ্গনকে চলার পথে বাঁধার সৃষ্টি করতে না পারে সেদিকে সাংস্কৃতিক কর্মীদের সজাগ থাকতে হবে।

সেই সঙ্গে তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দেয়ার জন্য সাংস্কৃতিক কর্মীদের আহ্বান জানান তিনি।

পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন। 

এএইচ