ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

পলাশবাড়িতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার

গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড়ে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী আল বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বিদুৎ সরকার নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অপর দুই আরোহী সুভাষ চন্দ্র ও সুমন চন্দ্র মারা যান।

নিহতদের ২ জনের বাড়ি পলাশবাড়ি এবং অপরজনের বাড়ি গোবিন্দগঞ্জে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।

এসবি/