এখন সোনার গহনা বানাবেন, নাকি বেচবেন?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। নতুন বছরে এরই মধ্যে দুই দফা বেড়ে দেশে এখন সোনার দাম ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে।
মূল্যবান এই ধাতুটির আকাশচুম্বি দামে ক্রেতা-বিক্রেতা দুই অংশই এখন বিপাকে। সোনার দাম আরো বাড়তে পারে- এমন শঙ্কায় যারা গহনা তৈরির চিন্তাভাবনা করছিলেন, তারা এখন পিছু হটছেন। অন্যদিকে আশানুরূপ ক্রেতা না মেলায় বিয়ের মৌসুমেও জুয়েলারি ব্যবসায় পড়েছে ভাটা।
আর যাদের কাছে সোনার গহনা রয়েছে, তারা দুর্মূল্যের বাজারে অনেকটাই স্বস্তিতে আছেন।
কোভিড মহামারীর মধ্যেই ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে যায়, যা এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ।
মহামারীর ধাক্কার মধ্যেই গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামা বেজে উঠলে আবারও টালমাটাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। সঙ্গে চড়তে থাকে সোনার দামও।
দেশে গত ডিসেম্বরের শুরুতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ছিল ৮৪ হাজার ২১৪ টাকা। তারপর চার দফায় ভরিতে বেড়েছে ৯ হাজার ২১৫ টাকা। রোববার (১৫ জানুয়ারি) প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা ভরি। এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম।
এখন প্রশ্ন হলো- এমন অস্থির বাজারে ঘরে থাকা সোনার গহনা বিক্রি করলে আসলে কতটা লাভ হবে?
সাধারণত পুরনো সোনার গহনা বিক্রি করতে গেলে ওজন করার পর তা কোন ক্যারেটের, তা নিশ্চিত করে গহনার দোকানগুলো। তারপর গহনার বর্তমান ওজন থেকে ২০ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হয়।
তবে গহনা বিক্রি করতে গেলে, যে প্রতিষ্ঠান থেকে কিনেছেন, সেখানেই যাওয়া উচিত; সঙ্গে অবশ্যই কেনার রসিদটি নিতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে তারা অলংকারের বর্তমান ওজন থেকে ২২-২৪ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করবে।
দুর্ম্যূল্যের বাজারে আপনার কাছে থাকা মূল্যবান সোনার গহনা বিক্রি করবেন কিনা সেই সিদ্ধান্তে আসার আগে এতে আপনি কতটা মুনাফা করতে পারবেন সেটা ভালো করে যাচাই করে নিতে হবে।
এটা স্বাভাবিক যে, বর্তমান বাজারদর অনুযায়ী আপনার ঘরে থাকা সোনার গহনারও দামও বেড়েছে।
২০১৫ সালে সোনার ভরি ছিল ৪৩ হাজার ১৪ টাকা। সে সময় কেনা ২২ ক্যারেটের এক ভরির গহনার এখন বিক্রি করলে মিলবে ৭৪ হাজার টাকার কিছুটা বেশি। তাতে লাভ হচ্ছে ৩১ হাজার টাকা। একইভাবে আরো আগে কেনা গহনা বিক্রি করলেও লাভের পরিমাণও বাড়বে।
মাথায় রাখতে বিভিন্ন ক্যারেটের সোনার গহনার দামেও ভিন্নতা হবে।
এএইচএস/