শাস্তির খবরে সালাহউদ্দিন লিখলেন, ‘সুবহানআল্লাহ’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের অ্যাডিশনাল ডিশিসন রিভিউ সিস্টেম-এডিআরএস নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এ জন্য তাকে শাস্তিও পেতে হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া সেই শাস্তির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশের খ্যাতনামা এই ক্রিকেট গুরু।
গত ১৪ জানুয়ারির ঘটনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে আগে ব্যাট করে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরিশাল। রান তাড়ায় সাকিব আল হাসানদের চোখে চোখ রেখে কথা বলছিলেন কায়েসের দল। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে একটি বিতর্কিত সিদ্ধান্তে অনেকটাই পিছিয়ে পড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দলটি।
ইফতিখার আহমেদের করা দ্বিতীয় ডেলিভারিটা প্যাডে লাগলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাকের আলি অনিক। টিভি রিপ্লেতে দেখা যায়, বলের সামান্য অংশ স্ট্যাম্প লাইনে পিচ করেছে। এরপরও সিদ্ধান্ত অপরবর্তিত রাখেন টিভি আম্পায়ার। তাতেই শুরু হয় তুমুল সমালোচনা।
অবশ্য পরবর্তীতে জানা যায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সঠিক সিদ্ধান্তই দিয়েছেন টিভি আম্পায়ার। যদিও আইসিসির নিয়ম বলছে, আউট দিতে হলে বলের ৫১ শতাংশ স্ট্যাম্প লাইনে পিচ করতে হবে।
জাকেরের বিতর্কিত আউট হওয়ার ম্যাচে ১২ রানে হেরে যায় কুমিল্লা। ম্যাচ শেষে এডিআরএস নিয়ে সমালোচনা করতে গিয়ে দলটির কোচ সালাহউদ্দিন বলেন, ‘এই ধরনের একটা-দুইটা সিদ্ধান্তের কারণে আপনি ম্যাচ হেরে যাবেন। সিদ্ধান্তগুলো আরেকটু ভেবে চিন্তে দিলে ভালো হয়। এ নিয়ে আমরা লিখিত দিয়ে বা প্রতিবাদ করেও লাভ নেই। আমাদের হাত পা আসলে বাঁধা।’
তবে, এমন মন্তব্যের কারণে সালাহউদ্দিনের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের কারণে তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন কুমিল্লার প্রধান কোচ। রোববার (১৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
আরোপিত এই শাস্তি মেনেও নিয়েছেন সালাহউদ্দিন। পরবর্তীতে শাস্তির খবর নিজের ফেসবুকে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘সুবহানআল্লাহ।’ পাশাপাশি জুড়ে দেন ছয়টি হাসির ইমোজিও!
এনএস//