‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:২১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
লক্ষ্মীপুরে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এ প্রতিপাদ্য সামনে রেখে মেঘনা নদীর পাড়ে অসহায় ও দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিল পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
মঙ্গলবার সকালে সদর উপজেলার চর ইউনিয়নের মজু চৌধুরীহাট মাছঘাট এলাকায় কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পুনাক লক্ষ্মীপুর শাখা সভানেত্রী সেলিনা মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাস, লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন প্রমুখ।
মেঘনা নদী ও তীরবর্তী এলাকার মানতা সম্প্রদায়, জেলে ও অসহায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে নৌকায় চড়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা।
এএইচ