ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

প্রথম জয় পেতে খুলনার লক্ষ্য ১৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ব্যাট হাতে নেমে যা একটু চেষ্টা করলেন মেহেদী হাসান। ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের দুরন্ত বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারলেন না রংপুর রাইডার্সের আর কেউই। ফলে টানা তিন হারের পর প্রথম জয় পেতে ১৩০ রানের লক্ষ্যমাত্রা পেলো খুলনা টাইগার্স।

পাকিস্তানি ওই দুই বোলারের আগুনে বোলিংয়ের বিপক্ষে ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে রংপুর। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিপিএলের ১৫তম ম্যাচে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান বিশ্রামে থাকায় রংপুরের হয়ে টস করতে নামেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ধুঁকতে থাকে রংপুর। স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই ওপেনার রনি তালুকদারের উইকেট হারায় তারা। এরপর দলীয় ২২ রানে মোহাম্মদ নাঈম (১৩) বিদায় নিলে কিছুটা প্রতিরোধ গড়েন উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান।  

২৪ বলে ২৫ রান করে ইমন বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাই রংপুর। অধিনায়ক শোয়েব মালিকের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এরপর একে একে তার পদাঙ্ক অনুসরণ করেন শামিম হোসেন (৪), মোহাম্মদ নওয়াজ (৫)। 

৩৪ বলে ৩৮ রান করে মেহেদীও বিদায় নিলে বিপর্যয়ের মুখে পড়ে দলটি। আর কেউই হাল ধরতে পারেননি।  

বল হাতে খুলনার ওয়াহাব রিয়াজ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচে নেন ৪ উইকেট। ৩ ওভারে ১৬ রান খরচে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন আমাদ বাট। আর নাহিদুল ইসলাম ৩ ওভারে ২৩ রানে নিয়েছেন ২ উইকেট।

এনএস/এএইচ