ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে খেলেন ধরা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয়দানকারী রোমান হোসেন (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে বিজিবি।

রোমান হোসেন নড়াইল জেলার লোহাগড়া থানার চাচাই ধানাইড় গ্রামের কায়েম শেখ ও আনজুয়ারা বেগমের ছেলে। 

গত কয়েকদিন ধরে কলারোয়া পৌর সদরের ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়িতে থেকে বিভিন্ন এলাকায় গিয়ে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি কলারোয়া থানার ওসির সঙ্গে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য চান। 

ওসি কলারোয়া প্রথমে তার প্রতারণার কথা বুঝতে পারেননি। 

এরপরে বুধবার (১৮জানুয়ারি) বেলা সাড়ে ৩টার রোমান নিজেকে এনএসআই’র পরিচয় দিয়ে হিজলদী বিজিবি ক্যাম্পে যান। সেখানে সীমান্তের বিভিন্ন গোপন তথ্য জানতে চাইলে বিজিবি
সদস্যদের মনে সন্দেহ জাগে। 

এরপরে বিজিবি ক্যাম্প থেকে সাতক্ষীরা জেলা এনএসআই অফিসে যোগাযোগ করা হলে তারা ভুয়া বলে জানান এবং আটক করে রাখার নির্দেশ দেন। পরে সাতক্ষীরা জেলা এনএসআই’র কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন। 

পরে থানা পুলিশ ওই ভুয়া এনএসআইকে বিজিবি ক্যাম্প থেকে আটক করে থানায় নিয়ে আসে। 

এসময়ে তার কাছে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় রোমান হোসেন নামে ব্যবহৃত একটি কার্ড পাওয়া গেছে। 

থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, সে নিজেকে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে তার কাছেও এসেছেন। হিজলদী বিজিবি তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। মামলার প্রস্তুতি চলছে।

এএইচ