ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শেষ মুহূর্তে জয় হাতছাড়া ইউনাইটেডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ সময়ে জয় হাতছাড়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ এ ড্র করেছে এরিক টেন হ্যাগের দল।

শেষ ম্যাচে ম্যানচেস্টার ডার্বি জিতে প্রবল আত্মবিশ্বাস নিয়েই প্যালেসের মাঠে খেলতে নামে রেড ডেভিলসরা। খেলায়ও সেই ছাপ ফুটে ওঠে ভালোভাবেই। 

একের পর এক আক্রমণে ৪৩ মিনিটে গোলের দেখা পায় ম্যানইউ। ক্রিশ্চিয়ান অ্যারিসনের বাড়ানো বল জালে জড়ান ব্রুনো ফার্নান্দেস। 

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে তারা। নির্ধারিত সময় জাল অক্ষতই রেখেছিল সফরকারীরা। 

তবে তাদের সুসময়ের পালে হতাশার হওয়া লাগে ইনজুরি টাইমে। মাইকেল ওলিসের শেষ মুহূর্তের গোলে পূর্ণ পয়েন্ট হাতছাড়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরান ওলিস। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

তাতে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

১৯ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে সমান ৩৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

এএইচ