ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হৃদরোগে আক্রান্তে মৃত্যু একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার এক বহুতল ভবনে থাকতেন সুজন দাশগুপ্ত। তার ফ্ল্যাটে শোয়ার ঘরের মেঝেতে শৌচাগারের পাশে পড়ে ছিল তার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, পুলিশ সূত্র বলছে এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বুধবার সকালে দক্ষিণ কলকাতার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ বছর বয়সি ওই লেখকের দেহ।

এমনিতে আমেরিকাবাসী হলেও বেশ কয়েক মাস হল কলকাতার ফ্ল্যাটে এসে থাকছিলেন সুজন। মঙ্গলবারই শান্তিনিকেতন গিয়েছিলেন তার স্ত্রী। বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেননি। তার পর পরিচারিকা খবর দেন সুজনের শ্যালককে। তিনি এলে পুলিশ ডাকা হয়, ভেঙে ফেলা হয় ফ্ল্যাটের দরজা। তার পরেই শোয়ার ঘরে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ।

এরপর সুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক রিপোর্টে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লেখকের। মনে করা হচ্ছে, শৌচাগারে যেতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি, তার পরেই মৃত্যু।

সূত্র: আনন্দবাজার

এসবি/