ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

বেরোবি শিক্ষক সমিতির নেতৃত্বে শরিফুল-আসাদ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মণ্ডল আসাদ। 

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। 

এর আগে গত ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন শরিফুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদ, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের প্রভাষক রাকিবুল হাফিজ খান রাকিব, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক  ড. বিজন মোহন চাকি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৪ জন শিক্ষক ভোট প্রদান করে। এছাড়া ৪টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।

এএইচ