ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

প্রতিকূলতায়ও টিকে আছে সিরাজগঞ্জের শীতল পাটি (ভিডিও)

স্বপন মির্জা, সিরাজগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

গরমে শীতল পরশ দেয়া বাংলার প্রাচীন ঐতিহ্য শীতল পাটি ইউনেস্কোর স্বীকৃতি পেলেও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈলের পাটিয়ালদের এ পেশা টিকে আছে নানা প্রতিকূলতাকে সঙ্গী করে। 

ন্যায্য মূল্য না পাওয়ার পাশাপাশি প্রধান কাঁচামাল বেতের জমি হ্রাস ও প্লাস্টিক পাটির দাপটে অনেকটাই কোনঠাসা শীতল পাটি।

কামারখন্দ উপজেলার ঝাঐল, চাঁদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চুনিয়াহাটি ও কালিয়া হরিপুর গ্রাম মূলত শীতল পার্টির গ্রাম। এখান থেকে বেত সংগ্রহ করে শীতল পাটি বুননে কর্মব্যস্ত নারী-পুরুষ। 

বর্তমানে প্রতি পাটি ৮০০ থেকে দেড় হাজার টাকা বিক্রি হচ্ছে।

সনাতন ধর্মালম্বী এসব এলাকার প্রায় দেড় সহস্রাধিক মানুষের এখনও প্রধান পেশা এই শীতল পাটি ব্যবসা ও বুনন। নানা বয়সীরা এ কাজে পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন জীবিকার টানে। তবে বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাজেহাল শ্রমিকরা। 

এ অবস্থায় সরকারি সহায়তা ও বিদেশে রফতানিতে সহযোগীতা চান পাটি শিল্পীরা। 

এএইচএস