ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুদ্ধে হারলে পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার পরাজয় হলে তা পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারে বলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই সতর্কবাণী দিয়েছেন তিনি।

মেদভেদেভ বলেছেন, ‘প্রচলিত যুদ্ধে পারমাণবিক ক্ষমতাধর রাশিয়ার পরাজয় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। পরমাণু শক্তিধর দেশগুলো বড় ধরনের সংঘাতে কখনই হারেনি। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে।’

কিয়েভকে কেন্দ্র করে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন।

পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। এদিকে ন্যাটো জোটের সদস্যভূক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন ভারী অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।

পাশাপাশি, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রামস্টিন সামরিক ঘাঁটিতে আজ ন্যাটোর সদস্যভূক্ত ৩০ দেশের সবক’টিসহ প্রায় ৫০ দেশের অংশগ্রহণে একটি বৈঠকে বসতে যাচ্ছেন। 

এসবি/