ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইংরেজি শিখবো কিভাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার

আমরা অনেকেই ইংরেজিতে পড়তে-লিখতে ও বলতে চাই। কেউ কেউ আবার পড়তে বা লিখতে পারি কিন্তু বলতে পারি না। তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। আসলে একটি ভিন্ন ভাষায় অনর্গল কথা বলা অবশ্যই সহজ বিষয় নয়। ইংরেজি কিন্তু আমরা স্কুলের প্রথম শ্রেণি থেকেই শিখি, কিন্তু তারপরও আমরা সাবলীল হয়ে ইংরেজিতে কথা বলতে পারি না। কারণ কি? কারণটা খুবই সহজ। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি, তারা ইংরেজি গ্রামার আর ভোকাবুলারিতে খুব ভাল হলেও, যখন ইংরেজি কথা বলতে হয় তখন আটকে যাই। দেখা যায় মাথায় সবকিছু খুব সুন্দর গুছিয়ে রাখা, লিখতে দিলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতে পারবো। কিন্তু বলতে গেলেই মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। মুখ আটকে যাচ্ছে। এবার সেগুলো নিয়েই আলোচনা হবে।

ইংরেজি শিখবো কিভাবে
বর্তমান সময়ে ইংরেজি ছাড়া চলাই যায় না। স্কুল, কলেজ বা চাকরির ইন্টারভিউ সব ক্ষেত্রেই ইংরেজির প্রচলন বহুগুণ বেড়ে গেছে। একটি ভিনদেশি ভাষা, তাকে রপ্ত করে অন্যের কাছে উপস্থাপন করা, একটু কঠিন তো হবেই।

এক্ষেত্রে, আমাদের প্রত্যেকের প্রথমে কিছু সহজ সরল উপায় ব্যবহার করতে হবে। যাতে প্রয়োজন হলে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। ভালো করে ইংরেজি পড়া, লিখা ও বলার জন্য প্রথমেই আপনাকে ইংরেজি গ্রামার এর ওপরে নজর দিতে হবে। সেই সঙ্গে প্রত্যেক দিন ইংরেজি ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত হতে হবে এবং তা উচ্চারণ করে বলা ও লেখার অভ্যাস চালিয়ে যেতে হবে।

ইংরেজি শেখার সহজ কিছু উপায়
সহজে ইংরেজি শেখার কিছু উপায় ভালো করে এবং নিয়মিত অনুসরণ করতে পারলে ইংরেজি বলা, ইংরেজি পড়া এবং ইংরেজি লেখা শিখতে পারব। আমরা যদি ইচ্ছে করি যে, ইংরেজি শিখবো- তবে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। আর যদি এটা আমরা করতে পারি তবে ইংরেজিকে জয় করা শুধু সময়ের ব্যাপার মাত্র।

এ ক্ষেত্রে আপনি- ইংরেজি সিনেমা, রেডিও, নিউজ পেপার নিয়মিত দেখতে, শুনতে, পড়তে পারি। গুগল ট্রান্সলেট এর ব্যবহার করে, ইউটিউবের সাহায্য নিয়ে, নিজের সঙ্গে ইংরেজি বলতে চেষ্টা করি। ইন্টারনেটের এই যুগে এটা এখন আমাদের হাতের মুঠোয় এবং অনেক সহজ একটি বিষয়। এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে খুব বেশি ভয় পাই তা হচ্ছে ইংরেজি গ্রামার। এটি শেখার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। অল্প অল্প করে এটা আমরা রপ্ত করে নিবো।

এরপর আপনি চেষ্টা করবেন ইংরেজিতে কথা বলা লোকেদের সঙ্গে থাকতে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যেতে হবে। ইংরেজি গান শুনুন, ইংরেজি শেখার এ্যাপস ব্যবহার করুন মোবাইলে।

আর একটি বিষয় মনে রাখতে হবে। তা হচ্ছে ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেন না। ভুল হোক, কোন সমস্যা নেই, চালিয়ে যান- একদিন ঠিক হয়ে যাবে।

স্পোকেন ইংলিশ:
ইংরেজি সিনেমা, রেডিও, নিউজ পেপার
আপনি হয়তো ভাবছেন যে যখন ইংরেজি বুঝতেই পারিনা তখন ইংরেজি সিনেমা, রেডিও বা খবর শুনে কি লাভ হবে। মনে রাখবেন, আমাদের মাইন্ড একটি সুপার কম্পিউটার। যেকোনো নতুন জিনিস অনেক দ্রুত সে আকড়ে ধরে, শেখার চেষ্টা করে- যদি কিনা আপনার ইচ্ছে শক্তিটা থাকে প্রবল।

আপনার মাইন্ড সম্পূর্ণ জোর দিয়ে ইংরেজি শব্দগুলোর ওপরেই ফোকাস করতে শুরু করবে। আপনি যখন নিয়মিত ইংরেজিতে বলা কথাগুলো শুনবেন তখন অনেক নতুন নতুন শব্দের এবং বাক্যের বিষয়ে জানতে পারবেন। তাই, যখনি কোনো ইংরেজি সিনেমা দেখবেন তখন সেটাকে ইংরেজি ভাষাতেই দেখতে হবে।

গুগল ট্রান্সলেট
যদি আপনি ভালো করে ইংরেজি শিখতে চান তাহলে ইংরেজির শব্দগুলোর মানে আপনাকে জানতে হবে। এক্ষেত্রে, কারও কাছে যদি সমাধান খুব সহজে না পেয়ে থাকেন তবে, প্রযুক্তির এই সময়ে আপনি গুগল ট্রান্সলেট এর ব্যবহার করতেই পারেন। এটা অনেক জরুরি এবং লাভজনক। এর মাধ্যমে আপনারা যেকোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ নিমিষেই জেনেনিতে পারবেন।

এছাড়া, বাংলা শব্দ লিখে সেটার ইংরেজি শব্দও এর মাধ্যমে জেনে নেওয়া সম্ভব।

আপনারা নিজের মোবাইলে Google translate app ব্যবহার করতে পারেন। আর নাহলে সরাসরি মোবাইল বা কম্পিউটারের ওয়েব ব্রাউজার থেকে translate.google.com এর সাইটে গিয়ে এই online translation tool এর ব্যবহার করতে পারবেন।

নিয়মিত গুগল ট্রান্সলেট টুল ব্যবহার করে আপনারা অনেক দ্রুত প্রচুর ইংরেজি শব্দ এবং বাক্যের বিষয়ে জেনে ও শিখে নিতে পারবেন।

ইউটিউবের সাহায্য নিন
বর্তমানে ইন্টারনেটের ব্যবহার এবং জনপ্রিয়তা প্রচুর পরিমানে বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হলো, ইন্টারনেটের মাধ্যমে যেকোনো জিনিস ঘরে বসেই শিখে নেওয়া সম্ভব। আমরা যারা শিক্ষক ছাড়াই নিজে নিজে ইংরেজি রপ্ত করতে চাই, তাদের ক্ষেত্রে ইউটিউব বেশ সহায়ক। এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। যেখানে আপনি সব বিষয়ই পাবেন মাত্র একটি ক্লিকের মাধ্যমে।

আপনি যেকোনো জিনিস শিখতে চাইলে বা কোর্স করতে চাইলে ইউটিউবের মধ্যে গিয়ে ভিডিও দেখে দেখে শিখতে পারবেন। যেকোনো বিষয়ে আলাদা আলাদা ব্যক্তিদের বানানো হাজার হাজার ফ্রি ভিডিও পাবেন এখানে। যেগুলোর মাধ্যমে ঘরে বসেই শিখে নিতে পারবেন সহজভাবে।

ইউটিউবে “ইংরেজি শেখার সহজ উপায়” লিখে সার্চ দিলেই প্রচুর টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। ঘরে বসে বসে ইন্টারনেট এবং ইউটিউবের মাধ্যমে আপনি সুবিধাজনক ভাবে ইংরেজি বলা এবং ইংরেজিতে লেখা শিখতে শুরু করুন।

ইংরেজি গ্রামার শেখা
দেখুন যত দিন না পর্যন্ত আপনি সাধারণ ইংরেজি গ্রামারগুলো শিখছেন, ততদিন পর্যন্ত আপনি ইংরেজি শিখতে পারবেন না। তাই, ইংরেজি গ্রামারের বই থেকে অথবা অনলাইনে কোনো ইংরেজি গ্রামার শেখানোর ওয়েবসাইটে গিয়ে ভালো করে basic English grammar গুলো জানার এবং শিক্ষার চেষ্টা করুন।

একবার সঠিক ভাবে ইংরেজি গ্রামার শিখতে পারলেই সাধারণ এবং সহজ শব্দ দিয়ে বাক্য গঠন করে ইংরেজি বলতে পারবেন।

আপনারা চাইলে কিছু ফ্রি এন্ড্রয়েড এ্যাপস এর মাধমে ইংরেজি গ্রামার শিখতে পারবেন।

নিজের সঙ্গে ইংরেজি বলুন
আমরা যখন নতুন নতুন ইংরেজিতে কথা বলা শিখবো তখন অন্যের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো। এ সময় আমাদের প্রচুর লজ্জা ভাব হয়। কিন্তু তা করা যাবে না। এটা সত্য যে আমরা যখন কিছু কথা, বাক্য বা শব্দ বলি নতুন নতুন ভুল হতেই পারে। ইংরেজি শিখার ক্ষেত্রে আপনাকে নিজের বন্ধু বা প্রিয়জনের সঙ্গে তা বলার চর্চা করতে হবে।

যখন আপনি নিজের সঙ্গে ইংরেজিতে কথা বলবেন তখন নিজের ভুলগুলো সহজে ধরতে পারবেন এবং এতে কোনো ধরণের লজ্জার ব্যাপার থাকবে না।

এছাড়া, নিয়মিত নিজের সাথে ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি অনেকটা নতুন নতুন ইংরেজি শব্দ বা বাক্য জেনে যাবেন।

ইংরেজি গান শুনুন
যদিও কেবল ইংরেজি গান শুনে আপনি ইংরেজি শিখতে পারবেন না। তবে, ওপরে বলা উপায়গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করেন, তাহলে আপনার মধ্যে ভালো উন্নতি হবে। নিয়মিত চর্চায় থাকলে ইংরেজি গান কিছুটা হলেও বুঝতে পারবেন। গানগুলো শুনলে সেখান থেকেও প্রচুর বাক্যের ব্যবহার, গ্রামার এবং শব্দ শিখতে পারবেন।

যখনই কোনো নতুন বাক্যের বা শব্দের বিষয়ে জানবেন তখন সেটাকে খাতায় লেখার অভ্যেস করুন। কঠিক শব্দ বা বাক্যগুলোকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাতে অনুবাদ করে সেই শব্দের বা বাক্যের অর্থ সঙ্গে সঙ্গে জেনেনিন।
 
মোট কথা ইংরেজি শেখা জন্য মনের ইচ্ছাটাই যথেষ্ট। চেষ্টা থাকলে পূরণ হবেই।
এসএ/