পুকুর খননে মিললো ২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
নওগাঁর ধামইরহাটে ব্যক্তিমালিকাধীন পুকুর খননের সময় পাওয়া গেছে কষ্টিপাথরের প্রাচীন আমলের একটি নারায়ণ মূর্তি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রামের মোতালেব হোসেন শ্রমিক দিয়ে পুকুর খননের সময় তারা মূর্তিটি দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে মূর্তিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাচীন এই মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা এবং আদালতের মাধ্যমে তা প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, গুনদেশাহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খননকালে একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পায়। তাৎক্ষনিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয় তারা।
খবর পেয়ে থানার পরির্দশক (তদন্ত) আব্দুল গনি, উপ-পরিদর্শক পরিতোষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।
৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য বাইশ কোটি টাকা। ধারণা করা হচ্ছে অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে।
এএইচ