বকেয়া ভাড়া নিয়ে বিতণ্ডা, ভাড়াটিয়ার হাতে মালিক খুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন হয়েছেন।
শনিবার সন্ধ্যায় শহরের মধ্য মেড্ডা উচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভাড়াটিয়া আমিনের খাটের নীচ থেকে হত্যার শিকার শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
নিহত শিরিনা (৬০) ওই এলাকার মোঃ সবুজ আলীর স্ত্রী। ঘাতক আমিন পার্শ্ববর্তী এলাকা রহমত পাড়ার মৃত হীরা মিয়ার ছেলে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের লোকজন জানান, রহমত পাড়ার আমিন (২৫) তার স্ত্রী নিয়ে ৫-৬ মাস আগে মেড্ডা উচাবাড়ি এলাকায় সবুজ আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে সবুজ আলীর স্ত্রী শিরিনা বেগম ঘরের ভাড়া আনতে আমিনের ঘরে যান। এরপর থেকে শিরিনা বেগমের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরে ভাড়াটিয়া ঘর তালাবদ্ধ করে বাইরে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি পরিবারের লোকজনের কাছে সন্দেহ হলে সন্ধ্যায় আমিনের ঘরে ঢুকে শিরিনা বেগমের কথা জানতে চাইলে তার মরদেহ খাটের নীচে রয়েছে বলে জানায় সে।
এ সময় পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে এবং আমিনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শিরিনাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক আমিনকে আটক করেছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানান তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএইচ