ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

নতুন করে শুরু করতে চান তৌহিদ হৃদয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

তৌহিদ হৃদয়

তৌহিদ হৃদয়

বিপিএলের এবারের আসরে শুরুটা হয়েছিল মনে রাখার মতোই। দুর্দান্ত ফর্মে ছিলেন তৌহিদ হৃদয়।

কিন্তু এর মধ্যেই হুট করে হাজির হয় পরম শত্রু ইনজুরি। তাতে এই তরুণ ছিটকে গেছেন প্রায় দুই সপ্তাহের জন্য। 

অবশ্য শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে অনুশীলন করেছেন হৃদয়।

এবারের বিপিএলে চার ম্যাচের তিন ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন তৌহিদ হৃদয়। তাতেই ৬৫ গড়ে করেছেন ১৯৫ রান, স্ট্রাইক রেট ১৭০ ছুঁইছুঁই। 

শনিবার (২১ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় জানিয়েছেন, দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশার কথা।

তিনি বলেন, ‘এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। আমার সেলাই কাটা হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি আসবো ইন শা আল্লাহ। আমার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাবে কবে থেকে ফিরবো।’

তিন ইনিংসের তিনটিতেই ফিফটি হাঁকানো হৃদয় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলা নিজের সর্বশেষ ম্যাচে করেন ৪৬ বলে ৮৪ রান। তবে চোট কাটিয়ে ফিরে যে আবারও পুরোনো ফর্মে ফেরা সহজ হবে না, সেটাও জানেন এই ব্যাটার। যদিও হৃদয়ের আশা, শেষ থেকেই শুরু করতে পারবেন আবার।

দুরন্ত এই তরুণ বলেন, ‘আমি বলতে পারছি না। তবে আমি চেষ্ট করবো আমার সেরাটা দিয়ে, যেখান থেকে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আশাবাদী যে, ভালো কিছু হবে ইন শা আল্লাহ।’

দুর্দান্ত ফর্মে থাকতেই ছিটকে যাওয়া প্রসঙ্গে তৌহিদ হৃদয় বলেন,‘আমার কাছে কখনোই মনে হয়নি আমি দুর্ভাগা। কারণ আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। আমি মনে করি, যতো সময় নিয়ে জাতীয় দলে ঢোকা যায়, ততোই ভালো। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।’

এনএস//