শ্রীমঙ্গলে মেধা বৃত্তি প্রদান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেধার উৎকর্ষ বিকাশে গঙ্গেশ দেবরায় স্মৃতি পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি দেয়া হয়েছে।
রোববার সকালে শ্রীমঙ্গলের গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানজিনা ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, গোপেন্দ্রগঞ্জ স.প্রাবির প্রধান শিক্ষক হাসি রানী পাল, ডা: গোপাল সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলবুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে এবং লেখাপড়ার উৎসাহ বৃদ্ধির জন্য গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা প্রয়াত গঙ্গেশ দেবরায়ের পুত্র আমেরিকা প্রবাসী আশীষ দেবরায় অর্থায়নে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রথম ধাপে ৫ জনকে এককালীন অনুদান দেয়া হয়। পরে তাদের এক বছরের স্কুল ফি দেওয়া হবে।
এএইচ