ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পের জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান, চলছে গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৮ এএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নব্য জঙ্গি সংগঠন `জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শীর্ষ স্থানীয় নেতাকে ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। 

এসময় জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে বলে জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, আজ সোমবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে। 

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গিরা। এসময় র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

এএইচ