ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

হাবিপ্রবিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  ‘সফটওয়্যার এক্সিবিশন ও প্রোগ্রামিং কনটেস্ট ২০২৩’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অফ এইচএসটিইউ'র আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসসি অনুষদের ডিন অধ্যাপক আদিবা মেহজাবিন নিতু এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জামিল সুলতান। 

সকাল ১০টায় ইসিই ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘এক্সিবিশনের প্রধান উদ্দেশ্য হলো রিনোভেশনের মাধ্যমে ইনোভেশন করা। আমাদের শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং দেশকে ভালো কিছু উপহার দিবে  বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সফটওয়্যার শো এবং প্রোগামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টের দ্বিতীয় পর্বে দুপুর ৩টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

প্রতিযোগীতায় অংশ নেওয়া এইচএসটিইউ হাস্টলার দল জানায়, তাদের প্রধান উদ্দেশ্য অন্ধ এবং শারীরিক ত্রুটিদের মাইক্রোসফট উইন্ডো পরিচালনা এবং ইন্টারনেট ব্রাউজ করতে সহায়তা করা। 

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। এতে ‘গো ফ্রিলান্সার দিনাজপুর’ এবং ‘নেসট্যাপ রংপুর’ সার্বিক সহায়তা প্রদান করেন।

এএইচ