ক্যামেরুনে নিখোঁজ সাংবাদিকের মরদেহ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন ক্যামেরুনের জনপ্রিয় বেতার সাংবাদিক মার্টিনেজ সগো৷ রোববার তার মরদেহ পাওয়া গেছে বলে পুলিশ ও তার চাকরিদাতা জানিয়েছেন৷
বেসরকারি বেতার অ্যামপ্লিচুড এফএম এর ব্যবস্থাপনা পরিলাচক ছিলেন সগো৷ গ্রিডলক বা জট নামে প্রতিদিন প্রচারিত জনপ্রিয় একটি অনুষ্ঠানের উপস্থাপকও ছিলেন তিনি৷
অ্যামপ্লিচুড এফএম এর প্রধান সম্পাদক চার্লি চুয়েমু এবং পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে সগোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে৷
৫১ বছর বয়সি সগো তার অনুষ্ঠানে দুর্নীতির মতো বিষয় প্রায়ই নিয়ে আসতেন৷ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উচ্চারণ করে তাদের কাজ সম্পর্কে প্রশ্ন তুলতে পিছপা হতেন না তিনি৷
সগো নিখোঁজ হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ বলছে, সগোকে অপহরণ করা হয়েছিল৷ সংস্থাটি বলছে, রাজধানী ইয়াউন্ডের কাছে একটি পুলিশ স্টেশনের বাইরে মঙ্গলবার সগোর গাড়িটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়৷
আরএসএফ এর সাব-সাহারা আফ্রিকা বিভাগের প্রধান সাদিবু মারোং এএফপিকে বলেন, ‘‘তার নৃশংস অপহরণের পরিস্থিতি সম্পর্কে অনেক ধূসর এলাকা রয়েছে৷''
ক্যামেরুনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন এই ‘জঘন্য হত্যাকাণ্ডের' সমালোচনা করেছে৷ সগোর স্মরণে সব গণমাধ্যমকর্মীদের বুধবার কালো পোশাক পরার অনুরোধ করা হয়েছে৷
বিরোধী রাজনীতিক জ্যঁ-মিশেল নিনচেও এই অপরাধের নিন্দা জানিয়ে বলেছেন, অপরাধী নিস্তার পেতে পারে না৷
রোববার ক্যামেরুনের কয়েকটি টিভি চ্যানেলে সগোর উপর অনুষ্ঠান প্রচারিত হয়েছে৷
ভিয়েনাভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট সগো হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতে ক্যামেরুনের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে৷
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/