ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নতুন কমিটি পেল হাবিপ্রবি রেড ক্রিসেন্ট সোসাইটি

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৩ সালের রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ছাত্র পরামর্শ  ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিনকে উপদেষ্টা করে পরিসংখ্যান ১৮ ব্যাচের মোঃ মোরসালিন মিয়াকে প্রধান দলনেতা করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহকারী প্রধান দলনেতা হিসেবে রয়েছেন মোঃ সেফাতোল্লাহ আপন ও কৃষি অনুষদের ১৮ ব্যাচের দেবাশ্রিতা দাস। 

হাবিপ্রবি রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ অনুসারে মোট ৫টি উপদলে বিভক্ত। প্রতিটি উপদলে দলনেতা ও সহ-দলনেতাসহ মোট ১০ জন করে সদস্য রয়েছে।

উপদল-১ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন মেহেদি হাসান ও রেজওয়ানুল হক, উপদল-২ এর আতিকুজ্জামান ও মজিবার রহমান, উপদল-৩ এর কে এম মুনতাসির রহমান তুরাশ ও রাহাতুল গণি, উপদল-৪ এর মুমতাহিনা করিম ঐশী  ও মো. রাইজুল ইসলাম  এবং উপদল-৫ এর দলনেতা ও সহ-দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন জান্নাতুল ফেরদৌস জৌতি ও মো. মোরশেদুল হক।

বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন প্রধান দলনেতা মো. মোরসালিন মিয়া বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। হাবিপ্রবি প্রশাসন ও দিনাজপুর জেলা ইউনিটের সহযোগিতায় নতুন কমিটির নেতৃত্বে যুব সদস্যরা আরও প্রত্যয়ী হয়ে স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এএইচ