ববি’র হলে হামলা, ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা আবাসিক হলের ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে হেলমেট পরা কয়েক যুবক। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, আজ ফজরের আযানের পর ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ করে ১০-১৫ জন হেলমেট পরা যুবক আকস্মিক হলে প্রবেশ করে। তারা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাতকে রুম থেকে টেনেহিঁচড়ে বের করে হাতুড়ি পেটা এবং জিএম ফাহাদের হাত ভেঙে দেয়ার পাশাপাশি দুইজনকেই কুপিয়ে জখম করে।
আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্রলীগের নামধারী কিছু সিনিয়র নেতা এই ঘটান। ভোর সাড়ে ৫টার দিকে অস্ত্রশস্ত্রসহ ১০-১২ জন মিলে রুমে গিয়ে হামলা চালায়। আশপাশের বেশ কয়েকটি রুমে ভাংচুর চালায় তারা।
শের-ই-বাংলা আবাসিক হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, এই ঘটনায় আইন বিভাগের ডিন সুপ্রভাত হালদারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে আগামি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদনের পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ