ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। 

মে মাসে ভারতের গোয়ায় এসসিওর বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিতর্কিত কাশ্মির অঞ্চলসহ অমীমাংসিত সকল ইস্যুতে ভারতের সাথে আলোচনার আহ্বান জানানোর কয়েকদিন পর বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানানো হলো। 

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবর অনুযায়ী, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছে। পাকিস্তান এই বৈঠকে অংশ নিতে রাজি হলে বিলাওয়াল ভুট্টো জারদারি হবেন ১২ বছর পর ভারত সফর করা প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।

এসসিওতে বর্তমানে আটটি সদস্য রাষ্ট্র রয়েছে। তারা হলো- চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এই সংস্থার চারটি পর্যবেক্ষক রাষ্ট্র হলো- আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া।  

এএইচএস