ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

চালক ও হেলপার হত্যা: সাড়ে ৪ বছর পর আসামি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ভুট্টা বোঝাই ট্রাক ছিনতাই এবং চালক ও হেলপারকে খুনের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃতরা হলো, রংপুর সদরের খলেয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল কাদের ওরফে ড্রাইভার বাবু (২৭) ও একই জেলার হাজীর হাট উপজেলার উত্তম বাওয়াইপাড়ার নুর হোসেনের ছেলে হানিফ ইসলাম শুকু (২৪)।

মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত আসামীরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। 

আদালতে জবানবন্দিতে আসামীরা বলেছেন, রংপুর জেলার ফতেপুরে ট্রাক চালক আল আমিন (২৪) ও হেলপার একই এলাকার সোহলে মিয়া (২৫) তাদের পূর্ব পরিচিত। তাদের ট্রাক ও ভুট্টা ছিনতাইয়ের জন্যই কৌশলে রংপুর হতে ট্রাকে উঠে। পথিমধ্যে জুসের সাথে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট মিশিয়ে চালক ও হেলপারকে খাইয়ে হত্যা করা হয়। এরপর ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে তারা ট্রাকে থাকা ৩০ বস্তা ভুট্টা বিক্রি করেন। 

সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম হতে ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে রংপুর শহরে আসে চালক। রাত ৯টার দিকে চালক আল আমিন ট্রাকটি নিয়ে নরসিংদির দিকে রওনা হয়। ট্রাকের মালিক রাত ১২টার দিকে চালকের নম্বরে ফোন দিলেও তা রিসিভ হয়নি।

এরপর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২০১৮ সালের ১ অক্টোবর বঙ্গবন্ধু সেতু থানা পুলিশের সহযোগিতায় সয়দাবাদে থাকা ট্রাকের কেবিন থেকে চালক ও হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহত আল আমিনের ছোটভাই আনিছুর রহমানের দায়েরকৃত মামলা পিবিআই তদন্তের দায়িত্ব নেয়। মামলার সন্দেহভাজন আসামী রংপুর সদরের সরদার পাড়ার রফিকুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেন। তার দেয়া তথ্যানুযায়ী পিবিআইয়ের পরিদর্শক সোহেল রানা আসামী আব্দুল কাদের ওরফে বাবু ড্রাইভারকে ২০ জানুয়ারী রাতে ঢাকার দোহার ও হানিফ ইসলাম ওরফে শুকরানকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। 
কেআই//