আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১২ এএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে। এ বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ’।
ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
বৈশ্বিক মহামারির কারণে এবারেও আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হচ্ছে। সে কারণেই এবারে র্যালি আয়োজন স্থগিত করা হয়েছে।
এএইচ