ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিআইসিসিতে আজ শুরু ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শুরু হচ্ছে আজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি এ উপলক্ষে  গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী মেলাটি বাংলাদেশের আইটি ও আইটিইএস পণ্য ও সেবা প্রদর্শনের লক্ষ্যে সবচেয়ে বড় প্রদর্শনী হবে।

সূত্র জানিয়েছে, এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির বিষয়টি আলোকপাত করবে এবং বাণিজ্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বাংলাদেশি আইসিটি শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরবে।

এবারের আয়োজনের থিম হিসেবে ঠিক করা হয়েছে  ফাইভজি ইন্ডাস্ট্রি + ক্লাউড + অল-অপটিক্যাল নেটওয়ার্ক + ডিজিটাল এনার্জি।

তিন দিনব্যাপী এই মেলায় সর্বাধুনিক উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রযুক্তির ট্রেন্ডগুলো দেখার সুযোগ পাবেন এই খাত সংশ্লিষ্ট অংশীজন ও দর্শনার্থীরা। (বাসস)

এএইচ