ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হাতিয়ায় অবৈধ জাল, ট্রলার ও মাছসহ ৯ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর মৌলভীর চর এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, দুটি ট্রলার ও ২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হচ্ছেন, ভোলা সদর উপজেলার মফিজ মাঝি (৩৫), আব্দুল গনি (২৮), ইব্রাহিম (৩৮), বাছেদ (২২), খোকন (৪০), মমিন (৪২), জামাল (২৮), শাহজাহান (৪৫) ও নয়ন (৪৩)।

নৌ-পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে গোপনে জেলেরা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় জাল ও দুইটি মাছ ধরা ট্রলার আটক করা হয়। পরে দুটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২০ কেজি জাটকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসি