জাবির নতুন হলে রুমে রুমে তালা
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২১ নম্বর আবাসিক হলের রুমে রুমে তালা ঝুলিয়ে দিচ্ছে ছাত্ররা।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) ক্লাস শুরু হবার তারিখ ঘোষণা করা হয়েছে ৩১ জানুয়ারি। এই তারিখকে সামনে রেখে ১৮ নং হল (ছাত্রী) ও ২১ নং হল (ছাত্র) চালু করে দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২৩ জানুয়ারি নতুন হল দুটির চাবি বুঝে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতিসত্বর নতুন হল চালু করে দেয়া হবে জানতে পেরে রুম দখল নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ছাত্ররা হলের রুমগুলোতে তালা লাগিয়ে দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্ররা ২১নং হলের বিভিন্ন তলায় ঘুরে ঘুরে সুবিধামত রুম বেছে নিয়ে তালা লাগিয়ে দিচ্ছেন। নাম পরিচয় প্রদানে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,‘আমার অ্যালট দেয়া হয়েছে এই হলে, সবাই এসে রুম বেছে নিয়ে তালা দিচ্ছে শুনে আমিও এসেছি যাতে একটা ভাল রুম পেতে পারি।’
৭ম তলায় (সিক্সথ ফ্লোর) একাধিক রুমের দরজায় নাম নাম্বার সহ কাগজ সাটানো দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি নাম্বারে ফোন দিয়ে জানা যায় উক্ত শিক্ষার্থী আইআইটি'র (ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) দ্বিতীয় বর্ষের ছাত্র এই হলে অ্যালট পেয়েছেন এবং তার বিভাগের সিনিয়রদের কথায় ৭ম তলায় রুমে তালা দিয়েছেন। তার ভাষ্যমতে ৭ম তলার বেশিরভাগ রুমেই আইআইটি'র শিক্ষার্থীরা তালা ঝুলিয়েছেন।
যোগাযোগ করা হলে ২১ নং হলে নিয়োগপ্রাপ্ত প্রাধ্যক্ষ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দিন সিকদার বলেন,‘এ বিষয়ে আমি কিছুই জানি না। কাউকে আলাদা করে রুম দেয়া হয় নি। রবিবার আমরা কিভাবে কি করা হবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিবো, হল প্রশাসন বলতে আমি একাই আছি আপাতত। সকল রুমের কন্ট্রোল হল প্রশাসন বুঝে নিবে, তালা ঝুলিয়ে দিলেই তো আর হয়ে গেল না। কে কোন রুমে যাবে এ বিষয়ে সিদ্ধান্ত হল প্রশাসন নিবে।’
ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সারকে ৭ম তলায় তার শিক্ষার্থীদের উঠার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এভাবে হলে উঠার কোন সুযোগ নেই, এখানে মিক্স করে থাকতে হবে। এ বিষয়ে হল প্রশাসন যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে, এভাবে রুম দখল করা খুবই সংকীর্ণ মনের পরিচয়।’
সংশ্লিষ্টজনেরা মনে করছেন এভাবে রুমের দখল নেয়া এবং এক পর্যায়ে হল দখল নেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এসি