ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

স্বাগতিকদের ভিত কাঁপিয়ে টিকে রইল রংপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সিলেট শহরে যে একটা ক্রিকেট উৎসব চলছে, সেটা স্টেডিয়ামে এসে না দেখলে অবশ্য বোঝা কঠিন। তবে বাইরের পরিবেশ নীরব থাকলেও ভেতরের চিত্রটা ভিন্ন। উত্তপ্ত গ্যালারিতে তিল ধারণের ঠাঁই নেই। অথচ ভরা গ্যালারির দর্শকদের কিনা ফিরতে হলো একরাশ হতাশা নিয়েই!

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। 

এবারের বিপিএলে আট ম্যাচ খেলে এ নিয়ে দ্বিতীয়বার হারলো মাশরাফি বিন মর্তুজার দল। বিপরীতে সাত ম্যাচের চারটিতে জিতে প্লে-অফের টিকিটের দৌড়ে ভালোভাবেই টিকে থাকল রংপুর।

অবশ্য ম্যাচের ফল দেখে সিলেটের হারের ধরনটা বোঝানো দুষ্কর। ১৮ রান তুলতেই সাত উইকেট হারাতে হয়েছে মাশরাফির দলকে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তবে অষ্টম উইকেট তানজিম হাসান সাকিব ও মাশরাফির জুটিতে উইকেটের ধস থামায় সিলেট।

৪৮ রানের এই জুটিতে ভর করেই মূলত মান বাঁচিয়েছে স্বাগতিক শিবির। বিব্রতকর পরিস্থিতি কিছুটা পাল্টানো গেল বটে। সিলেটের স্বস্তি যে, শেষ পর্যন্ত অলআউটের লজ্জায় পড়তে হয়নি তাদের। তবে অস্বস্তির ব্যাপার হলো- দলীয় সংগ্রহে তিন অংক ছুঁতে পারেনি সিলেট। নয় উইকেটে ৯২ রানে থেমে যায় তাদের ইনিংস।

৩৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন তানজিম। ২১ বলে ২১ রান এসেছে মাশরাফির ব্যাট থেকে। বাকিদের কেউ যেতে পারেননি দুই অংকে। তিনজন তো খুলতে পারেননি রানের খাতাই। সমান তিনটি করে উইকেট নিয়ে সিলেটকে ধসিয়ে দিয়েছেন হাসান মাহমুদ ও আজমতউল্লাহ ওমরজাই। দুটি শিকার মাহেদি হাসানের।

৯৩ রানের মামুলি লক্ষ্যে রংপুর পৌঁছে গেছে ২৬ বল হাতে রেখেই। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করেন মোহাম্মদ নাঈম ও রনি তালুকদার। ২১ বলে ১৮ রানে মোহাম্মদ নাঈমের বিদায়ে ভাঙে এই জুটি। আরেক ওপেনার রনি তালুকদার অবশ্য ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ১৩ বলে ১৮ রানে টিকে থাকেন।

তার আগে নবম ওভারে জোড়া ধাক্কায় অবশ্য লড়াইয়ে ফেরার আভাস দেয় সিলেট স্ট্রাইকার্স। ৬৬ রানে চতুর্থ উইকেটের পতন হয় রংপুরের। তাতে সিলেটের লড়াইয়ে ফেরার যে স্বপ্ন জেগে ওঠে, সেটা উবে গেছে রনির দুটি করে চার-ছক্কার ইনিংসে। 

এর আগে সিলেটের টপ অর্ডার ধসিয়ে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগান পেসার ওমরজাই।

এনএস/এসবি/