আর্জেন্টিনার বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
কিছুদিন আগে কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা। তবে অগ্রজদের বিশ্ব জয়কে আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনার তরুণরা।
কোপা আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে লা আলবিসেলেস্তেরা। বিপরীতে দুদার্ন্ত দাপটে এগিয়ে চলেছে ব্রাজিল।
এবারের কোপা আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ব্যর্থতার চোরাবালিতে আটকে ছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে আকাশি-সাদারা। দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলায়নি। এ যাত্রায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় জ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
টানা দুই পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় তৃতীয় ম্যাচে জিততেই হতো আর্জেন্টাইন জুনিয়রদের। সেই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে পরের পর্বের আশা বাঁচিয়ে রাখে দলটি। অবশ্য গ্রুপ পর্বের বাঁধা অতিক্রম করতে চাইলে চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প ছিল না মাশ্চেরানোর দলের সামনে। এ যাত্রায় আর পেরে ওঠেনি আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার (২৮ জানুয়ারি) ভোরে স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন জোয়ান্ডা ফুয়েন্তেস।
চার ম্যাচ খেলে বাড়ি ফেরা আর্জেন্টিনার সংগ্রহ মাত্র তিন পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের পর্বের টিকিট কেটেছে ব্রাজিল। চতুর্থ ম্যাচে প্যরাগুয়ের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হলুদ শিবির।
অবশ্য কেভিন পেরেইরার কল্যাণে প্রথমে লিড নেয় প্যারাগুয়েই। সেই গোলটার শোধ দেন সেলেকাও ফরওয়ার্ড স্টেনিও। পরবর্তীতে রোনাল্ড কারডোসো ফালকোস্কি জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় নেইমার-উত্তরসূরিদের।
এনএস//