ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে ইটভাটাকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে পাহাড়ের মাটি কেটে এফবিবি আই ইটভাটাকে নেওয়া হয়। এরপরই প্রেক্ষিতে অভিযোগে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করে। এ সময় অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার রাস্তাটিও বন্ধ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ইটভাটাকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাটি পরিবহনের সুবিধার্থে রেল লাইনের উপর দিয়ে অবৈধভাবে গড়ে তোলা রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
কেআই//