ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

যশোর আইটি পার্ক হোটেলের আনুষ্ঠানিক পথচলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

যশোরের বেজপাড়ার নাজির সংকরপুর এলাকায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো দেশের প্রথম লাইফস্টাইল ও বুটিক রিসোর্ট 'যশোর আইটি পার্ক হোটেল'। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় টেক সিটির ডিরেক্টর আজমল হক আজিম স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খান প্রোপার্টিজের প্রতিষ্ঠাতা ও সিইও মাসুদুর খানকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। 

এসময় বক্তব্যে মাসুদুর খান হোটেলটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ও সেবাসমূহ সবার মাঝে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসিনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষাবিদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন এনজিও-ব্যাংক কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও নিউজ মিডিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিসহ সাংবাদিকরা।

বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উক্ত Open House Ceremony অনুষ্ঠানটি সম্পন্ন হয়। খান প্রোপার্টিজ গ্রুপ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। খান প্রোপার্টিজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও মাসুদুর খানের নেতৃত্বে তার টিমের দীর্ঘ এক মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে যশোর আইটি পার্ক হোটেলটির বিভিন্ন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে বিভিন্ন সেবার উন্নয়ন করেছে। পাশাপাশি বিভিন্ন সেবা নতুন করে সংযুক্ত করেছে। 

সেগুলোর মধ্যে রয়েছে- ২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস, রেস্টুরেন্ট সেবা, লবি, হেলথ ক্লাব, গিফট শপ, কফি সপ, ফটো গ্যালারি, বিজনেস সেন্টার, নামাযের ঘর, গেম জোন, কিড জোন, সু-বিশাল কনফারেন্স হল, পুরুষদের জন্য সেলুন, জিমসহ আরও অনেক সেবা। 

এছাড়াও সম্পূর্ণ হোটেলটির নতুন করে ইন্টেরিয়র ডিজাইন করেছে খান প্রোপার্টিজ গ্রুপ। এসকল সেবা এবং সুবিধাগুলো সকলের সামনে তুলে ধরার জন্যই মূলত হোটেলটির পক্ষ থেকে ওপেন হাউজ সিরিমনির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য স্নাক্স, ডিনার, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রথমেই আগত অতিথিদের নিয়ে হোটেলটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হোটেলটির বিভিন্ন অংশ এবং সেবাগুলো ঘুরে ঘুরে দেখান। এরপরে আমন্ত্রিত অতিথিরা হোটেলের পক্ষ থেকে আইটি পার্কের কোর্টইয়াডে আয়োজিত ডিনার উপভোগ করেন। ডিনার শেষে সবাই র‌্যাফেল ড্র-তে অংশ নেন। 

র‌্যাফেল ড্র-তে দুইজন বিজয়ীকে হোটেলটির পক্ষ থেকে এক রাত এবং এক দিন হোটেলটিতে অবস্থানের ভাউচার উপহার দেয়া হয়। 

সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অতিথি, আমন্ত্রিত শিল্পী এবং হোটেলটির কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- রূপকথা, জয়ী, সন্ধ্যা অধিকারী, রিমা, নোয়াব, আবিদ, অতিকসহ আরও অনেকে। 

শেষে হোটেলটির কর্মকর্তা ও কর্মচারীরা সকলে মিলে ‘আমরা করব জয়’ গানটি পরিবেশন করে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কেআই//এনএস