খুবিতে সামাজিক বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দু’দিনব্যাপী প্রথম আর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের সমাপ্তি হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের দুটি কি-নোট সেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত-এর জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার, তিনি সমাজবিজ্ঞান ও অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে ডিগ্লোবালাইজেশন ও রিগ্লোবালাইজেশনের বিষয়ে আলোচনা করেন। বিশ্বায়নের যুগে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এর পরিবর্তনকে গভীরভাবে দেখা এবং রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা হ্রাস করার প্রক্রিয়া এখানে উঠে আসে।
এরপর সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল ক্যাপিটাল ও স্ট্রাস্ট এই তিনটি আন্ত:সম্পর্কিত বিষয় কীভাবে মানুষের আচরণে প্রভাব ফেলে বিশেষ করে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্ত:জার্তিক পরিসরে সেসব বিষয়ে নিজস্ব গবেষণা থেকে কি-নোট স্পিকার হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন।
সম্মেলনে ৯টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এতে উল্লেখযোগ্য ছিলো পদ্মা সেতু কিভাবে দেশের এসডিজিতে ভূমিকা রাখতে পারে, করোনাকালীন সাংবাদিকতা, জলবায়ু ও পরিবেশ, করোনাকালীন ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন বিষয়।
সম্মেলনে আজকের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, 'সমাজ উন্নয়নে প্রযুক্তির হস্তান্তর এবং সক্ষমতা তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়াকে নির্ভরযোগ্য করে সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সমাজ, প্রযুক্তি, শিক্ষা যুগের যে পরিবর্তন তার সাথে নিজেদের খাপ খাওয়াতে হবে। আমরা যেহেতু গ্লোবাল লিডারশিপের কথা বলছি, এক্ষেত্রে গবেষণার বিষয়বস্তু শুধু আঞ্চলিক নয় বরং দেশ ছাপিয়ে বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে। আন্তর্জাতিক রিসার্চ সংস্থার সাথে কোলাবরেশনসহ মাল্টি ডিসিপ্লিনারি কোলাবরেশন বাড়াতে হবে।' উপাচার্য উক্ত সম্মেলনের দ্বিতীয় দিনের একটি সেশনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। তিনি বলেন, 'এই ধরনের সম্মেলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।' তিনি আগামীতে প্রতি বছর একটা করে সম্মেলন আয়োজন করার বিষয়ে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও সম্মেলনের ফাইন্ডিংস ও রিকমেন্ডেশনগুলো তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খান এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) আসমা উল হুসনা।
সম্মেলনের মূল সঞ্চালনায় ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আফসানা পলি ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি। এছাড়া ডিভেলপমেন্ট স্টাডিজের দুইজন প্রভাষক ফারহানা হক ও আইরিন আজহার সম্মেলনের বিভিন্ন পর্যায়ে সঞ্চালনা করেন।
কেআই//