ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

রাজশাহীর মাদ্রাসা মাঠে মানুষের স্রোত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার | আপডেট: ১০:০০ এএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার


রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে দলে দলে সভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে স্থানীয় ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একত্রিত হয়ে মিছিল নিয়ে একে একে জনসভাস্থলের দিকে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দুপুরের পর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদিয়ে ভাষণ দিবেন। এর আগে তিনি ১ হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়াও এই দিনই ৩৭৬ কোটি টাকার আরও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। 

এরপর বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সেখান থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। ৯টার পর থেকে জনসভা স্থলে ডুকতে শুরু করেন তারা। দুপুরের মধ্যে পুরো রাজশাহী মানুষে ভরে যাবে প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য।

জনসভার আগে সকালে প্রধানমন্ত্রী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৩৮তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিস সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে রাজশাহীতে প্রায় এক সপ্তাহ ধরেই সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। দেয়াল লিখন, আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ নানা সাজসজ্জা করা হয়েছে।

অন্যদিকে, জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজশাহী নগরী। র‌্যাব, পুলিশ, গোয়ান্দা সংস্থাসহ পুরো আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে।

এএইচ