ভুল চিকিৎসায় গালফ এয়ার পাইলটের মৃত্যুর অভিযোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার
ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসায় গালফ এয়ারের পাইলট মোহন্নাদ ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর অভিযোগ আনলেন তার বোন তালা এলহেন্দি জোসেফানু।
সোমবার রাজধানির ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন তিনি।
তালা এলহেন্দি জোসেফানু বলেন, তার ভাই গেল ১৪ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্ডিওলজিস্টের বদলে অনভিজ্ঞ ডাক্তার দিয়ে তার চিকিৎসা দেয়া হয়। অপ্রয়োজনীয় কিছু টেস্ট করিয়ে অযথা সময় নষ্ট করেন তারা।
ঘটনার দিন ভোর সাড়ে পাচটায় হাসপাতালে নেয়ার পর বেলা শোয়া এগারটায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল করার দাবি জানান। নিজের কর্মস্থল গালফ এয়ারও সময়মতো তার চিকিৎসা নিশ্চিত করতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখতে পেয়েছি যে সিসিটিভি ফুটেজ ও হাসপাতালের কাগজপত্রে কারসাজি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালের কাছে আমি চিকিৎসার কাগজপত্র ও সিসিটিভির ফুটেজ দেখতে চেয়েছিলাম। কিন্তু প্রমাণাদি কারসাজি করতে তারা এসব দিতে তিনদিন সময় নিয়েছিল।
জর্ডান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ওই পাইলটের মৃত্যুর বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে জর্ডান থেকে ঢাকায় এসেছেন তালা এলহেনদি।
তারা ভাই-বোন দুজনই যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক। ভাই ইউসুফ আল হিন্দি গলফ এয়ারের পাইলট ছিলেন। আর বোন তালা এলহেন্দি ব্রিটিশ সরকারের হয়ে কাজ করেন।
এএইচ