ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

মাহেদী ঝড়ে উড়ে গেল ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

বিপিএলে ব্যাট হাতে মাহেদী হাসানের ঝলক নতুন কিছু নয়। তবে এবারের আসরে সেই ব্যাটার মাহেদীর দেখা মিলছিল না একেবারেই। আগেভাগে ব্যাটিংয়ে নেমেও মেলে ধরতে পারছিলেন না নিজেকে। অবশেষে ঝড় উঠলো তার উইলোতে। তাতেই ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে আসরে পঞ্চম জয় তুলে নিল রংপুর রাইডার্স।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উসমান গনির ফিফটিতে ভর করে রংপুরকে ১৪৫ রানের লক্ষ্য দেয় ঢাকা। জবাবে শেখ মাহেদীর ব্যাটিং ঝড়ে ৬ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রংপুর। পাঁচ উইকেট হারানো রংপুরের পক্ষে ৪৩ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহেদী হাসান।

রংপুরের শুরুটা অবশ্য মসৃণ হয়নি। ১৪৫ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নাঈমকে (০) হারায় দলটি। তবে ঢাকাকে চড়াও হতে দেননি মাহেদী। দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন তিনি। ২৮ বলে ৫ চারে ২৯ রান করে ফেরেন রনি। এরপর শোয়েব মালিক (৬) ও নুরুল হাসান সোহানও (৬) ফিরে যান দ্রুত। একপ্রান্তে রানের চাকা সচল রাখেন মাহেদী। তাই জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরের।

মেহেদী যখন আউট হন, জয় থেকে তখন মাত্র ২২ রান দূরে সোহানের দল। যা এক ওভার হাতে রেখেই নিশ্চিত করেন মোহাম্মদ নওয়াজ (১৭*) ও আজমতউল্লাহ ওমরজাই (১২*)। ঢাকার হয়ে ২টি উইকেট নেন সালমান ইরশাদ। একটি করে শিকার আমির হামজা, আল-আমিন হোসাইন ও সৌম্য সরকারের।

এর আগে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারেই রংপুরকে ব্রেক থ্রু এনে দেন আজমতউল্লাহ ওমরজাই। দলীয় ১১ রানে দুর্দান্ত এক ইনসুইং ডেলভারিতে বোল্ড হন মিজানুর রহমান (৫)। আরেক ওপেনার সৌম্য সরকারকেও শিকার করেন আফগান পেসার।

ফ্লিক করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা শামীম হোসাইনের তালু বন্দি হন সৌম্য। আগের ম্যাচে ফিফটি করে বাঁহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন মাত্র ১১ রানেই। দলীয় ২৮ রানে আরও এক ব্যাটারকে হারায় ঢাকা। এবার অ্যালেক্স ব্লেকের (৪) স্ট্যাম্প উপড়ে ফেলেন মেহেদী হাসান।

পাওয়ার প্লেতেই বড় ধাক্কা খাওয়ার পর সেভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। মোহাম্মদ মিঠুনকে নিয়ে সেই চাপ সামাল দেওয়ার কাজ করেন উসমান গনি। থিতু হয়েও কেবল ১৪ রানে রাকিবুল হাসানের শিকার হয়ে ফেরেন মিঠুন। ইনফর্ম নাসির হোসাইন ক্রিজে আসলে ঢাকার রানের গতি কিছুটা বাড়ে। গনির সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ঢাকার অধিনায়ক। রান-আউটে বিদায় নেওয়ার আগে ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি।  

অন্যদিকে একপ্রান্ত ঠিকই আগলে রাখেন গনি। যার ফলে ৫ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ পৌঁছায় ১৪৪ রানে। ৫৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। রংপুরের হয়ে ওমরজাই দুটি এবং মেহেদী ও রাকিবুল নেন একটি করে উইকেট।

এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রংপুর। অন্যদিকে, ৯ নয় সপ্তম হারে বিদায় অনেকটাই নিশ্চিত হলো নাসির বাহিনীর।

এনএস//