নতুন কোচের কথা জানালেন বিসিবি প্রধান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার
নাজমুল হাসান পাপন এমপি
আগামী ২০ ফেব্রুয়ারি ইংল্যান্ড দলের বাংলাদেশে পা রাখার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন বাটলার অ্যান্ড কোং। সফরে কোনো প্রস্তুতি ম্যাচও খেলবেন না তারা। সিলেটে রাখা দুটি প্রস্তুতি ম্যাচই বাতিল করা হয়েছে। সরাসরি মাঠের লড়াইয়ে নেমে পড়বে সফরকারী ইংল্যান্ড।
আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজই হবে সমান তিন ম্যাচের। প্রতিশ্রুতি মোবাবেক এই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসবেন টাইগারদের নতুন কোচ।
ঢাকা ও চট্টগ্রামের পর বিপিএল এখন সিলেটে। টুর্নামেন্ট দেখতে আজ (৩০ জানুয়ারি) সুরমা পাড়ের শহরে পৌঁছান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু সিলেট স্টেডিয়ামে প্রবেশ করতেই হোঁচট খান তিনি। মাটিতে পড়ে যান পাপন। তাকে টেনে তোলেন বিসিবি কর্মকর্তারা। অনাকাঙ্খিত এই ঘটনার পর ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন বিসিবি বস।
এরপর বিসিবি পরিচালক ও নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ও বোর্ডের কয়েকজনকে নিয়ে মূল স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম পরিদর্শন করেন পাপন। উদ্দেশ্য, ভেন্যু উন্নয়নের অবশিষ্ট কাজ চিহ্নিত ও সিলেট ক্রিকেট একাডেমির জন্য জায়গা চূড়ান্ত করা। আর সেটা চূড়ান্ত করেও ফেলেছেন বিসিবি প্রধান।
ভেন্যু পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানালেন, নির্ধারিত সময়েই সাকিব-তামিমরা পেয়ে যাবেন তাদের নতুন কোচকে। পাপন বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজের আগেই (প্রধান কোচ) আসবে। এ নিয়ে কোনো সমস্যা নেই। ১৮ থেকে ২০ (ফেব্রুয়ারি) তারিখের মধ্যেই চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই।’
নতুন কোচ যে চূড়ান্ত হয়ে গেছে, এটা পরিষ্কার বোর্ড প্রধানের কথাতেই। নতুন কোচ হিসেবে হিসেবে বাংলাদেশে ফিরতে পারেন সাকিবদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে। নাজমুল হাসানের কথায় আভাস মিলছে সেটাও। সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি জানান, এবারের বিপিএল আয়োজন নিয়ে বেশ খুশি তিনি।
এনএস//