জবিতে মঞ্চস্থ হলো সেলিম আল দীন রচিত ‘নিমজ্জন’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১১ এএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রযোজনায় ‘নিমজ্জন’ নাটক মঞ্চায়িত হয়েছে। সেলিম আল দীন রচিত এই নাটকে দেখানো হয়েছে অদ্ভুত এক শহরের গণহত্যার প্রতিচ্ছবি।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্যের সামনে শান্ত চত্তরে খোলা আকাশের নিচে ‘নিমজ্জন’ নাটক মঞ্চায়িত হয়েছে। নাটকের প্রথম প্রদর্শনী সন্ধ্যা ৬টায় এবং দ্বিতীয় প্রদর্শনী রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
নাটকটিতে ফুটে উঠে গণহত্যার আকীর্ণ এক অদ্ভুত শহরের চিত্র। শহরের রেলপথে এক আগন্তুক আসে মরণাপন্ন তার বন্ধুকে দেখতে। এই শহরের পথ পরিক্রমায় প্লাটফর্মে ঝুলন্ত কুলির লাশ, শহরের সময়কে ঠিক রাখার প্রচেষ্টারত চাবিওয়ালা বৃদ্ধ, গেস্টহাউস খুলবার আশ্চর্য তালা, লেখক সংঘে আগন্তুকের আগমন, অবশেষে মরণাপন্ন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনে পৃথিবীব্যাপী গণহত্যার ইতিহাস, সভ্যতা ও নতুন রাষ্ট্রক্রম ভাবনার দর্শন ওঠে আসে ‘নিমজ্জন’ নাট্য প্রযোজনায়।
মঞ্চনাটকে অভিনয় করেন আগন্তুক চরিত্রে মাজেদ আহমেদ ও সাদ্দাম হোসেন, ভিক্ষুক চরিত্রে মাহাবুবুর রহমান, চাবিওয়ালা চরিত্রে মো. এনামুল হাসান কাওছার, গেস্ট হাউজের মালিক ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক (আগন্তুকের বন্ধু) চরিত্রে মো. ইমরান হোসেন।
এছাড়াও কবি চরিত্রে সাজ্জাত হোসেন, সাহিত্যের অধ্যাপক চরিত্রে ইমরান হাবীব, ইকোলোজিস্ট চরিত্রে হাফসা ফারিহা উর্মী, ইন্টোরেগেশন অফিসার হিসেবে তাকরিম, উর্মী, সাজ্জাত এবং যুবক চরিত্রে শান্ত অভিনয় করেন।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা প্রযোজনা হিসেবে নাটকটি মঞ্চায়িত হয়েছে। নাটকে সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি।
এএইচ