ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গরু চুরিতে বাধা দেয়ায় গাড়ি চাপায় গৃহবধূকে হত্যা, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭ এএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ১০:০৮ এএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সিরাজগঞ্জে গোয়াল ঘর হতে গরু চুরি করে নিয়ে যাবার সময় বাধা দেয়ায় পিকাপের চাপায় বাড়ির গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। তখন জনতার হাতে এলাকার সন্দেহভাজন চোর আমির চাঁনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

মঙ্গলবার ভোর পঞ্চ সারুটিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা খাতুন (৪৫) আমির হোসেনের স্ত্রী। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবীর ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে একটি চক্র আমির হোসেন বাড়িতে গরু চুরি করতে যায়। তখন ২টি গরু চুরি করে পিকাপে করে নিয়ে যাবার সময় গৃহবধূ সেলিনা খাতুন গাড়ির সামনে গিয়ে বাধা দিয়ে চিৎকার দেয়। তখন চোরেরা তাকে মারধর করে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। 

এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে গাড়ি ও গরু ফেলে পালিয়ে যায় চোরেরা। এ সময়ে সন্দেহভাজন হিসেবে আমির চাঁন নামে একজনকে আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর  সন্দেহভাজন চোর আমির চাঁনকে আটক ও পিকাপসহ গরু থানায় নিয়ে যায় পুলিশ। 

থানার ওসি হুমায়ুন কবীর আরও জানান, ঘটনা তদন্ত করে দ্রুত জড়িতদের আটক করা হবে। 

এএইচ