পিকআপের চাপায় গৃহবধূকে হত্যা, ৪ ডাকাত গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সিরাজগঞ্জে গরু চুরিকালে পিকআপের চাপায় গৃহবধূকে হত্যার ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
আন্তঃজেলা ডাকাত দলের গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর থানার মিরপুর গ্রামের মৃত আবুল শেখ ওরফে চাঁন মিয়া ছেলে লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ থানার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়া জেলার শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস ছালাম (৩৮) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়া গ্রামের একটি বাড়ি থেকে গরু চুরি করে পিকআপে নিয়ে যাচ্ছিল চোর চক্র। তখন টের পেয়ে গৃহবধূ সেলিনা খাতুন (৪৫) ও তার ছেলে পিকআপের সামনে গিয়ে গাড়ী থামানোর চেষ্টা করেন। এসময় চোরচক্রটি দ্রুত গতিতে পিকআপ চালিয়ে মা ও ছেলেকে চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই গৃহবধূ সেলিনা খাতুন নিহত হন এবং ছেলে জুবায়ের গুরুতর আহত হন। তখন এলাকাবাসী এগিয়ে আসলে গরুসহ পিকআপটি রেখে পালিয়ে যায় চোর চক্র।
পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসে।
র্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মৃত সেলিনার স্বামী বাদী হয়ে সদর থানায় আমিরুল ইসলাম মামলা দায়ের করেন। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ও র্যাব গোয়েন্দা শাখার সার্বিক সহযোগীতায় বুধবার রাতভর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা পূর্বেও একাধিক চুরি এবং ডাকাতির সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এএইচ