ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় এই দুই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। 

বৃহস্পতিবার বিকেলে আখাউড়া রেলস্টেশনের আউটারে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আখাউড়া স্টেশন ত্যাগ করার পরই বিকট শব্দ হয়ে ব্রেক শো ভেঙ্গে যায় ট্রেনের ইঞ্জিনের। এতে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে আখাউড়া থেকে রিপলেস ইঞ্জিন যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এসবি/