গাজায় ইসরায়েলের বিমান হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোঁড়া রকেট প্রতিহত করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল এ হামলা চালায়।
গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে।
প্রথম হামলা এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে চালানো হয় বলে জানা গেছে।
এখানে অন্তত সাতবার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনের ইসলামী মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা।
পরে, গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণ কেন্দ্রে ইসরাইল দ্বিতীয় দফায় হামলা চালায়।
এদিকে, ইসরায়েলের বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালানো হয়।
এসবি/