ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

ফেরত আনা হল ভারতে পাচারের শিকার নয় নারীকে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার নয় বাংলাদেশি নারীকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশি নারীরা হলেন, আঁখি খাতুন, প্রিয়া দাস, রিয়া বিশ্বাস, শান্তি রানী দাস, মিঠু বেগম, সোনিয়া আক্তার, শিরিনা আক্তার, বিথি খাতুন ও বানু খাতুন।

এদের বাড়ি যশোর, নড়াইল, ঢাকা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

ফিরে আসা সোনিয়া আক্তার বলেন, "আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমাই। এরপর ভারতের হায়দারাবাদে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হই।"


এসবি/