ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ৩০ ১৪৩১

আসছে তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

আগামী তিন দিনে সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ শুক্রবার কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়াও রাজারহাটে ১০ ডিগ্রি , সৈয়দপুরে ১০ দশমিক ২, তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৮, বরিশালে ১১ দশমিক ২, যশোরে ১১ দশমিক ৬, রাজশাহী, ঈশ্বরদী ও ভোলায় ১১ দশমিক ৮, ডিমলায় ১১ দশমিক ৯ এবং দিনাজপুরে ১২ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটি ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২, রাজশাহীতে ১১ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১৪, সিলেটে ১৪ দশমিক ১, চট্টগ্রামে ১৬ দশমিক ৮, খুলনায় ১৩ দশমিক ৪ এবং বরিশালে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ শুক্রবারে সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে।

সূত্র: বাসস

এসবি/