ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

তৃতীয় লিঙ্গের আনোয়ারার হাতে ক্রেস্ট তুলে দিলেন আরশাদ পারভেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

যশোরের নওয়াপাড়ার তৃতীয় লিঙ্গের গৃহহীন-ভূমিহীন আনোয়ারা বেগমের হাতে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দিলেন আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি: আরশাদ পারভেজ।

নিজের পেশাবৃত্তির টাকা দিয়ে মানব সেবার পাশাপাশি নিজের এলাকায় ৩৪ টি ওয়াজ মাহফিলের আয়োজন করায় মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ উদীচী ও আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে তার অস্থায়ী নিবাসে গিয়ে তিনি তার হাতে এ ক্রেস্ট তুলে দেন। 

তিনি তাকে ও তার গোষ্ঠীর সহায়তার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন। 

আনোয়ারা যশোরের অভয়নগরের নওয়াপাড়া ক্লিনিক পাড়ায় ভাড়া বাসায় সহচরীদের নিয়ে জীবন কাটাচ্ছেন। ৭৪ বছরের অনোয়ারার শৈশব ও কৈশোর কেটেছে যশোরে। মাত্র ১১ বছর বয়সে পিতৃভূমি নারায়ণগঞ্জ ছেড়েছেন। ঘরছাড়া আনোয়ারা পেশার বদৌলতে নওয়াপাড়া আসেন। 

মুক্তিযুদ্ধের সময় তিনি নওয়াপাড়াতেই থাকতেন এবং অনেককে সহায়তা করেছেন। এ করণে ১৯৭১ এ দেশত্যাগ করে ভারতে যেতে হয়। দেশে ফিরে নওয়াপাড়ার ক্লিনিক পাড়ায় বসবাস শুরু করেন। প্রায় ১১ জনের একটি গোষ্ঠী তার সাথে যুক্ত হয়। তিনি ছিলেন দলনেতা। 

করোনাকালিন সময়ে পেশায় ভাটা পড়ে। একে একে অনেকেই তাকে ছেড়ে চলে যান। কলারোয়ার মনিরা (৩০), অভয়নগরের কাদিরপাড়ার ইতি (২৭), বউবাজারের মিরা (২৫), শংকরপাশার রঙিলা (৪০) সহচরী হিসাবে এখনো রয়ে গেছেন। যা আয় করেন তাই দিয়ে সংসারের ঘানি টানেন, ওষুধ কিনে খান। আর প্রতি মাসে কিছু টাকা জমান। 

আনোয়ারা বেগম বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর ছাড়া আর কিছুই চাইনা।’

এসি